দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে বিএনপি জামায়াতের নাশকতা প্রতিহত করতে উপজেলা আওয়ামী লীগ মোটরসাইকেলে মহড়া দিয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে পারুলিয়ার শহীদ আবু রায়হান চত্বর থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে দেবহাটা সদর, উপজেলা চত্বর, ঈদগাহ বাজার, সখিপুর মোড় ধোপাডাঙ্গা, পাঁচপোতা, ঘলঘলিয়া, টাউনশ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আবু তাহেরসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় গ্রেনেড হামলার রায়ে সন্তোষ প্রকাশ করে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে।