দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর অমল চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত হবে আজ। সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত টিম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করবেন। তদন্ত টিমের অন্যান্য সদস্যরা হলেন, সিভিল সার্জনের কার্যালয়ের ডা. জয়ন্ত সরকার এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথিন্দ্র নাথ।
উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর অমল চন্দ্রের বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থ বছরের লাইসেন্স নবায়ন ও নতুন লাইন্সেস প্রদানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০১৩ সালে অমল চন্দ্রকে দেবহাটা থেকে শ্যামনগরে শাস্তিমূলক বদলী করা হয়।