দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বপ্নকর্মীদের সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়ন চত্বরে যোগ্যতা ভিত্তিক আয়বর্ধক কর্মকা- পরিচিতির জন্য এ সাইনবোর্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আজগার আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, আব্দুল জলিল, আরমান হোসেন, সাবিনা পারভী, স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন ওয়ার্কার মঈনুল ইসলাম প্রমুখ। এ সময় ৩৬ জন নারী স্বপ্নকর্মীর মাঝে পরিচিতি সাইনবোর্ড প্রদান করা হয়।