Site icon suprovatsatkhira.com

দেবহাটায় শাবির প্রয়াত পরিচালকের চেহলাম

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কৃতি সন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোল্ল্যা আকবর আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) বাদ আসর তার জন্মস্থান দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের ভাই কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আফছার আলী বাবলু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, নলতা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এছাক আলী, মরহুমের জামাতা বাগআচড়া ডিগ্রী কলেজের প্রফেসর আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ সুমন, মজনুর রহমান, শ্যামনগর দরগাপুর মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষক সাহেব আলী ও খাদেম আলী, মরহুমের ভাই ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, শিক্ষক খাদেম আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ১১টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version