দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের ইশারা ভাষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে লিলিয়ানা ফন্ডস্’র অর্থায়নে হাদিপুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী কর্মশালায় উপস্থিত ছিলেন, ডিআরআরএ’র এডিএম তরুণ কুমার, এএসআইপিডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, ইলিয়াস আলী প্রমুখ। এতে দেবহাটা, কালিগঞ্জ উপজেলার ২৫জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের মায়েরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ইশারার মাধ্যমে প্রতিবন্ধীদের সকল ভাষা বোঝার জনর্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রতিবন্ধীদের ইশারা ভাষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডিআরআরএ’র ফিজিও থেরাপিস্ট প্রতাব কুমার পাল।