দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ্ব হাত ধোয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন বে-সরকারি সংস্থার সহযোগিতায় এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নির্বাহী অফিসার হাফিস-আল-আসাদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাসেম, সার্স কর্মকর্তা শামিম হোসেন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।