Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ইদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঈদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজনে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভারুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারি কৃষি অফিসার আহাদ আলী খান, জিএম আল মামুন, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, জাহিদ হোসেন, কৃষক সহায়তাকারী খলিলুর রহমান, গোলাম হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বক্তারা বলেন, আমাদের দেশে উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইদুরে নষ্ট করে। তাই ইদুর দমন করে ফসল নষ্টের পরিমান কমাতে হবে। এজন্য ফসলের ক্ষেতে ইদুর নিধন করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version