Site icon suprovatsatkhira.com

দেবহাটায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় ২২৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের আশা করছেন চাষীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর, সখিপুর, নাড়িকেলি, বহেরা, নোয়াপাড়া, হাদিপুর আস্কাপুরসহ বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। সবজি ক্ষেতে পানি দেওয়া, আগাছা পরিষ্কার, সার দেওয়া, মাটি নিড়ানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত তারা। লাল শাক, বেগুন, করলা, শশা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ধনে পাতা, শিম, ধুন্ধল, মিষ্টি কুমড়া, বেগুনসহ নানা জাতের সবজির সমারোহ ফসলের ক্ষেতে। যা চোখে পড়ার মত।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর উপজেলায় ২২৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। ১৪ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষার পানি জমি থেকে নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকরা আগাম শীতকালীন সবজির আবাদ শুরু করেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন হবে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলার সখিপুরের কৃষক রামপদ মন্ডল বলেন, বেশি লাভের আশায় এ বছর সাড়ে তিন বিঘা জমিতে সবজির আবাদ করেছি। সার-বীজ সহজে পাওয়ায় ও আবহাওয়া ভালো থাকায় চারার অবস্থা খুবই ভালো। কোন সমস্যা না হলে আশানুরুপ ফলন হবে।
দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়ার আশায় আগাম শীতকালিন সবজির চাষ করেছেন। বিগত বছরের তুলনায় এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। তাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version