Site icon suprovatsatkhira.com

দেবহাটার সুশীলগাঁতীতে ইট ভাটার মেশিন চুরির ঘটনায় আটক ১

ডেস্ক রিপোর্ট: দেবহাটার সুশীলগাঁতীর শিয়ালডাঙ্গা বিলে নির্মাণাধীন ইট ভাটার মাটি মেশানো মেশিন চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ভাটা মালিক আকবর আলী বলেন, উপজেলার সুশীলগাঁতীর শিয়ালডাঙ্গা বিলে মেসার্স কেবিএ ব্রিকস নামে আমি ও ঢাকার রবিউল ইসলাম একটি ইট ভাটা নির্মাণের কাজ করছিলাম। গত ১৫ অক্টোবর ভাটার কর্মচারীরা বাড়িতে চলে গেলে রাতে ভাটা থেকে মাটি মেশানো একটি মেশিন ও পুরানো যন্ত্রাংশ চুরি হয়ে যায়। যার মূল্য এক লক্ষ পনের হাজার টাকা। পরদিন সকালে কর্মচারীরা ভাটায় যেয়ে অফিস রুমের কিছু অংশ ভাঙা ও মাটি মেশানো মেশিন এবং পুরানো যন্ত্রাংশ চুরি হয়েছে বলে দেখতে পান। এ ঘটনায় আজিজপুর গ্রামের সাবুর আলীর ছেলে হাসান আলী, হোসেন আলী এবং টাউনশ্রীপুর গ্রামের টুটুলের ছেলে শাওনসহ ৫/৬জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-০৯। গত সোমবার (২৯ অক্টোবর) রাতে শাওনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version