দেবহাটা প্রতিনিধি: চলছে শারদীয় দুর্গাপূজা। পূজা দেখতে দেবহাটার এ ম-প থেকে ও ম-পে ঘুরছেন দর্শনার্থীরা। আনন্দ উপভোগ করতে মাইক্রে, পিকআপ, মাহেন্দ্র, ইজিবাইক ভাড়া করে বাদ্যবাজনা বাজিয়ে উৎসবকে নিজেদের মত করে ভাগাভাগি করে নিচ্ছেন তারা।
এরই মধ্যে ব্যতিক্রম হওয়ায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে দেবহাটার জেলিয়াপাড়া পূজাম-পে। সেখানে হেলিকপ্টেরে চড়ে প্রতিমা দেখার ব্যবস্থা করা হয়েছে। এ ম-পে ঢুকতেই হেলিকপ্টর চোখে পড়বে। পূজা উপলক্ষ্যে তৈরি এই হেলিকপ্টর সকলের মন কাড়ছে। ইঞ্জিন না থাকলেও প্রকৃত হেলিকপ্টরের রূপ দিতে চেষ্টা করেছেন এর কারিগর। ম-পে ঢুকতে হলে হেলিকপ্টরের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করলেই প্রতিমা উভোগ করার সুব্যবস্থা রয়েছে এখানে।