ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. ওসমান গনিকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরায় পৌঁছানো আইন মন্ত্রণালয়ের একপত্রে তাকে অপসারণের আদেশ দিয়ে তার স্থলে অতিরিক্ত পিপি অ্যাড. তপন কুমার দাসকে পিপির দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (পিপি/জিপি) আবদুস সালাম মন্ডল স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, অ্যাড. ওসমান গনির নিয়োগ প্রশাসনিক কারণে বাতিল করা হলো। তার স্থলে নিয়োগ দেওয়া হলো এড. তপন কুমার দাসকে। অ্যাড. তপন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, অ্যাড. ওসমান গনি ২০১৪ সালের ২৫ আগস্ট সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পিপি হিসাবে যোগদান করেন। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনের যথাযথ ব্যাখ্যা দানে অজ্ঞতার অভিযোগ ওঠে। ফলে সরকার পক্ষ বেশিরভাগ মামলায় হেরে যেতে থাকে। তার বিরুদ্ধে ২৯টি মামলার নম্বর দিয়ে মামলাগুলোর রায় তদন্তের দাবি করে মন্ত্রণালয়ে অভিযোগ জমা দেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। এতে তিনি সাতক্ষীরার জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক আবদুল খালেক মন্ডল, কলেজ ছাত্র গৌতম হত্যা এবং আওয়ামী লীগ নেতা ও দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলাও ছিল। এসব মামলায় তিনি বিবাদী পক্ষকে বিভিন্নভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভুত উপার্জনের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে জানতে অ্যাড. ওসমান গনি সাংবাদিকদের বলেন, চিঠি এসেছে শুনেছি। তবে যে সব অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়।
দুর্নীতি ও অজ্ঞতার অভিযোগ: সাতক্ষীরা আদালতের পিপি ওসমান গনিকে অপসারণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/