ডেস্ক রিপোর্ট: শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজাম-পসমূহে জিআর’র নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ অর্থ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, গোষ্ঠ বিহারী মন্ডল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১০৬টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সদরের উন্নয়ন ও যোগ্যতার বিচারে আবারও এমপি হিসেবে দেখার ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র ঘোষাল, প্রসাদ কুমার মজুমদার, পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসিম কুমার দাস সোনাসহ সদর উপজেলার পূজা ম-পের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৬টি পূজাম-পে ৫৩ মে. টন জিআর এর নগদ অর্থ প্রদান করা হয়। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১০৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।