Site icon suprovatsatkhira.com

তুজুলপুরে বিশ্ব প্রবীণ দিবসের আলোচনা সভায় বক্তারা : প্রবীণ কৃষকদের কথা চিন্তা করে কৃষক পেনশন চালু করা হোক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তুজুলপুরে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বিকালে তুজুলপুর কৃষক ক্লাব ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা কীরণ ময় সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমলেন্দু নাথ ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোত্তালিব, বারসিকের যুব সংগঠক ফজলুল হক, প্রবীণ কৃষক আব্দুর রহমান, আব্দুল মালেক, নজরুল ইসলাম, ফজর আলী, গোলাম মোর্শেদ, আব্দুল হাকিম, নুর আলী প্রমুখ। অনুষ্ঠানে বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলামের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন প্রবীণ কৃষক রুহুল আমিন সরদার।
এ সময় বক্তারা বলেন, আগে সার-কীটনাশক না দিয়ে চাষাবাদ করা হতো। কিন্তু এখন তা হচ্ছে না। আগে কৃষকরা বীজ নিজেরা সংরক্ষণ করে চাষবাদ করতো। কিন্তু এখন হাইব্রিড বীজ চাষ করে কৃষিক্ষেত্র নষ্ট করা হচ্ছে। আগে ঘাড়ে লাঙল-জোয়াল নিয়ে কৃষক মাঠে যেতো, এতেই তারা আনন্দ পেতো। প্রবীণ কৃষকরা বিনোদনের কোন সুযোগ পায় না। প্রবীণ কৃষকদের সম্মানের জায়গা তৈরী করা উচিত। প্রবীণ কৃষকদের সম্মানের কথা এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কৃষক পেনশনের ব্যবস্থা করা হোক। কারণ কৃষক না বাঁচলে আমরা বাঁচবো না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version