তালা প্রতিনিধি: নব-গঠিত সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।
রোববার উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতি প্রদানকারীরা হলেন, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব সংহতি নেতা আব্দুল আলীম, কাজী আসাদ, লিটন, আলমগীর, আলামীন, ইউনুচ মোড়ল, আব্দুল মান্নান, হালিম, হাফিজুর রহমান প্রমুখ।
বিবৃতিতে নব-গঠিত কমিটির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, যুগ্ম আহবায়ক মো. আবু তাহের, আকরাম হোসেন বাপ্পি, ফিরোজ আহম্মেদসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।