Site icon suprovatsatkhira.com

তালা উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনা

তালা প্রতিনিধি: তালা উপজেলা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা ডাকবাংলা চত্বরে জাতীয় পার্টির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল জলিল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, জাপা নেতা অ্যাড. জিল্লুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জলিল আহম্মেদ, এসএম আলম, আবুল হাসান, মোকবুল হোসেন, আজিজুর রহমান, ছিদ্দিকুর রহমান, ডা. আব্দুর রহমান, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার রায়হান, মৎস্যজীবী পার্টির সভাপতি আবু হায়াত, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি বাবলুর রহমান ও ছাত্রসমাজ নেতা হাসান আলী বাচ্চু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version