তালায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় তালা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বিশ্বাস কোহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আছাদুল্লাহ মিঠু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জাহিদুর রহমান লিটু, সঙ্গীত শিল্পী তৌহিদুর রহমান দিদার, সাংবাদিক মো. রোকনুজ্জামান টিপু প্রমুখ।
সভায় মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি, মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শেখ আছাদুল্লাহ মিঠুকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমির তালা উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি