তালা প্রতিনিধি: তালায় নতুন বৌকে মেনে না নেয়ায় ছেলের হামলায় পিতা আহত হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার মুড়াকলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা মো. আব্দুল হাকিম মোড়লকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হাকিম জানান, তাঁর ছেলে মো. দেলোয়ার হোসেন তালা সদরের মহল্লাপাড়া গ্রামের মো. হাবিব শেখ’র স্কুল পড়–য়া মেয়ে হাবিবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমার ছেলের সাথে হাবিবার পিতা ও মাতা তাদের মেয়েকে বিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সেই বিয়েতে অমত করি। এরই মধ্যে মেয়ের পরিবার আমার নাবালক ছেলেকে নানান প্রলোভন দেখিয়ে তাদের মেয়ের সাথে কৌশলে বিয়ে দেয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতে ছেলে একাই বাড়িতে ফিরে আসে। শুক্রবার সকালে ছেলে তার বৌকে ঘরে তুলে নেবার জন্য চাঁপ দিতে থাকে। কিন্তু তাদের বয়স এবং মেয়ের পরিবারের সার্বিক দিক বিবেচনা করে মেনে নিতে অস্বীকার করায় দেলোয়ার লাঠি দিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে। এবিষয়ে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।