অক্টোবর ৮, ২০১৮
তালায় প্রতিবন্ধী শিশু আব্দুর রহমানকে বাঁচাতে পিতার আকুতি
![]() তালা প্রতিনিধি: তালার জেয়ালা নলতা গ্রামের মো. আব্দুর রহমান (২) নামে প্রতিবন্ধী এক শিশুকে বাঁচাতে তার হতভাগ্য পিতা ও মাতা সমাজের সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার মস্তিষ্কে পানি জমার পাশাপাশি শিরা ও পাজরের হাড়ে সমস্যা হওয়ায় সে এখন মৃত্যুপথ যাত্রী। 9,150,046 total views, 11,519 views today |
|
|
|