Site icon suprovatsatkhira.com

তালায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: তালায় ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার (২২ অক্টোবর) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা বাজার সংলগ্ন রাস্তায় মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক রেজাউল করিম, অচিন্ত্য সাহা, আশরাফুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র রায়, বিদ্যাসাগর সরকার, অরিন্দম মন্ডল, এম কামরুল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version