Site icon suprovatsatkhira.com

তালায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

সৌমেন মজুমদার, তালা: তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. সরওয়ার হোসেন, উপ সহকারি মো. মফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ, ব্যাক ওয়াশের উপজেলা ম্যানেজার মেজবাহুল হক প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version