Site icon suprovatsatkhira.com

তালায় ছিনতাইকালে দু’প্রতারক আটক

তালা প্রতিনিধি: অভিনব কায়দায় তালা কৃষি ব্যাংক এলাকা থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা দুই প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে, ঘটনার পরপরই প্রতারক চক্রের অপর সদস্য টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
আটক প্রতারকরা হলেন, খুলনার খালিশপুর থানার আব্দুল হালিম শেখের ছেলে আব্দুল মালেক শেখ (৫৫) ও রুপসা থানার দেয়াড়া গ্রামের তাছেন উদ্দীনের ছেলে সবুজ শেখ (৫৭)।
প্রতক্ষ্যদর্শী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মাদরা গ্রামের মৃত চন্দ্রকা মন্ডলের ছেলে বিশ্বনাথ মন্ডল (৭০) কৃষি ব্যাংক থেকে ৯৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে। পরে সেই টাকা একটি শপিং ব্যাগের মধ্যে নিয়ে বাইসাইকেল বাড়ি ফেরার সময় ওৎ পেতে থাকা প্রতারক চক্র কৌশলে ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা দুই প্রতারককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলেও চক্রের অপর এক সদস্য টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং টাকা নিয়ে পালিয়ে যাওয়া অপর প্রতারককে আটকসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version