তালা প্রতিনিধি: তালায় কৃষাণীদের অংগ্রহণে এক্সচেঞ্জ ভিজিট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) সকালে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামে এলাকার কৃষাণীদের নিয়ে এ এক্সচেঞ্জ ভিজিট অনুষ্ঠিত হয়। উত্তরণ এশিয়া প্রকল্পের আয়োজনে এবং দাতা সংস্থা মিজারিওরের অর্থায়নে অনুষ্ঠানে ‘মুক্তি, সূর্যমূখী এবং মৌসুমি’ দলের সদস্যেরা উপস্থিত ছিলেন। মুক্তি দলের সভানেত্রী মোমেনা বেগমের নেতৃত্বে নিচে মাছ চাষ ও মাচায় দেশীয় প্রজাতির সবজি চাষের এক্সচেঞ্জ ভিজিট হয়।
এসময় উত্তরণ এশিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুস সবুর, প্রকল্প সুপারভাইজার তানিয়া সুলতানা, মাঠ সংগঠক হান্না দাস ও মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।