Site icon suprovatsatkhira.com

তালায় কৃষকের পাটে আগুন দেওয়ার অভিযোগ

তালা প্রতিনিধি: তালার আড়ংপাড়া গ্রামে শহিদুল ইসলাম নামে এক কৃষকের বাড়িতে রাখা পাটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের পিতা চাঁদ আলী শেখ জানান, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে স্থানীয় ইউপি সদস্য বাবর আলী গাজীর নেতৃত্বে কাদের শেখ, সাহিদ শেখ, জাহীদ শেখ ও তৌহীদ শেখসহ কয়েকজন দুর্বৃত্ত প্রায় ৮০ মণ পাট ও ১০ হাজারের অধিক বিচুলিতে (ধান গাছের খড়) অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বেশ কিছু পাট ও বিচুলি পুড়ে চাই হয়ে যায়।
এ বিষয়ে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান, কৃষকের পাট ও বিচুলিতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সেখানে গিয়ে ছিলাম।
এ বিষয়ে ইউপি সদস্য বাবর আলী গাজী ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, একটি মহল আমাকে হয়রানি করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখনও তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version