তালা প্রতিনিধি: তালার শালিখা গুচ্ছগ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তোফাজ্জেল সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে গুচ্ছগ্রাম সংলগ্ন শালিখা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তোফাজ্জেল সরদার আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
তালা থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার গুচ্ছগ্রাম সংলগ্ন শালিখা গেট এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তোফাজ্জেল সরদারকে আটক করে খেশরা ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ন কবীর। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।