Site icon suprovatsatkhira.com

তালার শালিখা ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন: বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকলে দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন হয়- মুস্তফা লুৎফুল্লাহ

এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ স্থিতিশীল থাকে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। শিক্ষাখাত থেকে শুরু করে সকল খাতে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্য বই পাচ্ছে, পাচ্ছে উপবৃত্তি। প্রত্যেক ইউনিয়নের মানুষকে বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। মানুষ কেজি প্রতি ১০ টাকায় চাউল পাচ্ছে। শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে। বৈশাখী ভাতা পাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকলে দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা দেশের এমন কোন খাত নেই, যেখানে উন্নয়ন করেননি।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসাথে মাঠে থাকতে হবে। একাত্তরের পরাজিত শক্তি বাববার স্বাধীনতার স্বপক্ষের মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা আবারো সক্রিয় হয়ে উঠছে। তাই কে এমপি হলো সেটা বড় কথা না। দেশের স্বার্থে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী একাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
রোববার সকাল ১১টায় শালিখা কলেজে ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শালিখা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপত্বিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও তালা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শালিখা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সুজায়েত সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজসহ খেশরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, কলেজের দাতাগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version