স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা সড়কে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক-মহাসড়ককে নিরাপদ করার উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও চালক-হেলপারের দুর্বলতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেই চলেছে। এক্ষেত্রে মানুষের চলাচলকে নিরাপদ করার জন্যে জাতীয় সড়ক আইনের বাস্তবায়ন করা অতীব জরুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঙ্গল কুমার বিশ্বাস, মর্তুজা আলম, রঘুনাথ কুমার বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, মো. আশরাফুল ইসলাম প্রমুখ।