কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মাদ আলী সরদার, ইউপি সচিব মনিরুজ্জামান, ইউপি সদস্য ও গ্রাম আদালত সহকারি আবু রায়হান গফুর, উপজেলা সমন্বয়কারী মো. শওকাত আলী প্রমুখ। পরে এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/