Site icon suprovatsatkhira.com

তরুণ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান এমপি রবির

ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের জন্য সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে অনুষ্ঠিত বৈঠকে এই আহবান জানান তিনি।
ভবানীপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ির উঠানে বাবুলিয়া বাজার কমিটির সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য সুদূরপ্রসারী ডেল্টাপ্ল্যান তৈরী করেছেন। আগামী ১০০ বছরে বাংলাদেশে কি হবে, কেমন হবে? সে পরিকল্পনাও তৈরী করেছেন জননেত্রী শেখ হাসিনা। লক্ষ্য ছাড়া কোন জাতি সামনে এগিয়ে যেতে পারে না। অর্থনৈতিক উন্নতি প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। গ্রামে বসবাসকারী মানুষের জন্য আগের তুলনায় অনেক বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
এসময় বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তা ধরে রাখতে জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউছুফ আলম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কাজী এনামুল হক, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এ সময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুলিয়া বাজার কমিটির সভাপতি মো. শওকাত আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version