ফাহাদ হোসেন: ডিবি পুলিশের পৃথক অভিযানে নয়শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) বেলা ১২টায় কলারোয়া পৌর সদর থেকে ও শুক্রবার রাতে সদর উপজেলার গোদাঘাটা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার রামনগর গ্রামের মো. শাকের আলির ছেলে রফিকুল ইসলাম (৩২) ও সদর উপজেলার গদাঘাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম কলারোয়া বাজারে খলিলুর রহমানের কাছ থেকে ইয়াবা ক্রয় করতে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার’শ পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।
এছাড়া গোদাঘাটা এলাকার হুমায়ুন কবিরের ইটকাটা মাটির টিলার পাশ থেকে ৫শ পিস ইয়াবাসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।
ডিবির এএসআই রাজু আহম্মেদ জানান, ডিবি পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/