ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল করেছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আমতলা মোড় থেকে এই মিছিল বের হয়। মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদ জানানো হয়। মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম সোহেল আহম্মেদ মানিকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।