ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাছিম ফারুক খান মিঠু, নাছরিন খান লিপি, রোজ বাবু, সাইফুল করিম সাবু, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, নিজাম উদ্দীন, শেখ নুরুল হক, হাফিজুর রহমান, পল্টু বাশার, শামীমা পারভীন, তৈয়ব হাসান বাবু, সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ, হেনরি সরদার সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।