Site icon suprovatsatkhira.com

জেলা মৎসজীবী দলের সাবেক সভাপতি তুহিনের মায়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মৎসজীবী দলের সাবেক সভাপতি আসিফুর রহমান তুহিনের মাতা হাফিজা খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বুধবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত হাফিজা খাতুন আশাশুনির শোভনালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল গাজীর সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থায় ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার শোভনালীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
এদিকে, সাতক্ষীরা জেলা মৎসজীবী দলের সাবেক সভাপতি আসিফুর রহমান তুহিনের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি নেতা ডা. শহীদুল আলমসহ অন্যান্যরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version