Site icon suprovatsatkhira.com

জিম্বাবুয়ে বাংলাওয়াশ

স্পোটর্স ডেস্ক: ইমরুল কায়েস ও সৌম্য সরকারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় জয় পেল বাংলাদেশ। ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে লিটন দাস বিদায় নেন লিটন দাস। এরপর ইমরুল কায়েস ও সৌম্য সরকার রেকর্ড ২২০ রানের জুটি গড়েন। এই জুটিতেই মূলত বাংলাদেশ দলের জয়ের ভিত রচিত হয়। এর ফলে তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক বাংলাদেশ। এর আগে টস হেরে জিম্বাবুয়ে ৫ উইকেটে ২৮৬ রান করে। দলের এই পুঁজি গড়তে বড় ভূমিকা রাখেন শেন উইলিয়ামস। তিনি শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ১২৯ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া ব্যান্ডন টেইলর ৭৫ ও সিকান্দার রাজা ৪০ রান করে করেন।
বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু ২ উইকেট নেন। আর আবু হায়দার রনি ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জয় পায় বাংলাদেশ। আর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে জয় পায় ৭ উইকেটে। এর আগে ৭১ ম্যাচে দু’দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৪৩টি, জিম্বাবুয়ের জয় ২৮টিতে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version