ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জিফুলবাড়ী দরগাহ্ শরীফ আলীম মাদ্রাসায় ৫ম শ্রেণির ও ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে সহকারি সুপার মাওলানা আসলাম হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। আরও বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মো. আশরাফুজ্জামান, রেজাউল ইসলাম, শিক্ষক রবিউল ইসলাম, গোলক চন্দ্র মন্ডল।
8,702,996 total views, 5,328 views today