তালা প্রতিনিধি: তালার জালালপুরে মসজিদ, মন্দির ও মাদ্রাসাসহ ১২টি প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সোলার প্যানেল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রোবায়েত হোসেনসহ ইউপি সদস্য ও উপকারভোগী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এসব সোলার প্যানেলগুলো টিআর ও কাবিখা প্রকল্পের অর্থ বরাদ্দ থেকে বিতরণ করা হয়।