ডেস্ক রিপোর্ট: জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. গহর আলিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় শহরের শহীদ নাজমুল সরণিস্থ এরিয়া অফিসে ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জিএম শাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এজিএম রঞ্জম কুমার বিশ্বাস, এজিএম মো. সোলাইমান হোসেন, এজিএম মো. মতিয়ার রহমান, এসপিও রোকোনুজ্জামান, মো. ইউনুস হোসেন, ১৪টি শাখার ব্যবস্থাপক। প্রসঙ্গত, মো. গহর আলি ১৯৮৪ সালের পহেলা জানুয়ারি জনতা ব্যাংকে যোগদান করে ৩৪ বছর দক্ষতা, সততা ও সুনামের সাথে চাকরি শেষে অবসর গ্রহণ করেছেন।
8,953,164 total views, 8,914 views today