অক্টোবর ৬, ২০১৮
ছাত্র সমাজের পরিচিতি সভায় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত : জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন দলই সরকার গঠন করতে পারবে না
![]() জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত বলেছেন, জাতীয় ছাত্র সমাজ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক। ছাত্র সমাজের নেতাকর্মীরা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দেশে নৈরাজ্য সৃষ্টি করে না। প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা। সারা বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা আজ জেগে উঠেছে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন দলই সরকার গঠন করতে পারবে না। জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের ভালবাসা ও আস্থা রয়েছে। জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 9,111,523 total views, 15,662 views today |
|
|
|