চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে আইন লঙ্ঘন করে বিচারাধীন সরকারি ভিপি (ক-তফসিল ভুক্ত) জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করার জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরাতিয়া গ্রামের কালীপদ রায়ের ছেলে সত্য রঞ্জন রায়ের সাথে একই গ্রামের মৃত মধুসুধন বিশ্বাসের ছেলে বিষ্ণুপদ বিশ্বাস, ভোলানাথ বিশ্বাস, বিধান বিশ্বাস ও সুধান বিশ্বাসের কুলবাড়িয়া বরাতিয়া মৌজায় ০.২৪ শতক জমি নিয়ে বিরোধ সম্পর্কিত মামলা খুলনা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। সম্পত্তিটি ভিপি পূর্বে তারা ইজারা পেলেও বর্তমানে তাদের কোন ইজারা দেয়া হয়নি। তারপরও প্রতিপক্ষ ও স্বার্থন্বেষী মহল ওই সম্পত্তি অবৈধভাবে গ্রাস করার জন্য পাকা স্থাপনা নির্মাণ করছে। এ ঘটনায় পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করার জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম বলেন অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুকনগরে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/