Site icon suprovatsatkhira.com

চুকনগরে ধান সিদ্ধ করার পানির ড্রাম কুপিয়ে ভেঙে দেয়ার অভিযোগ

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে এক ব্যক্তির ধান সিদ্ধ করার পানির ড্রাম কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৭০ মণ সিদ্ধ করা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় চুকনগরের মালতিয়া কাঁচামাল আড়তের বিপরীত পাশে অবস্থিত আব্দুস সামাদ শেখের রাইস মিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তালেব মোড়ল ও অশোক চক্রবর্তী নামে দুই ব্যবসায়ী যৌথভাবে ঐ মিলের চাতালে ধানের ব্যবসা করে। বৃহস্পতিবার তারা প্রায় ৭০মণ ধান সিদ্ধ করে পানিতে ভিজিয়ে রাখে। শুক্রবার সকালে তারা ধানগুলো সিদ্ধ করার জন্য প্রস্ততি নিচ্ছিল। এসময় মালতিয়া গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে আব্দুস সাত্তার গাজী ও তার স্ত্রী বাড়ি থেকে কুড়াল এনে তাদের ধান সিদ্ধ করার পানির ড্রাম কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এ ব্যাপারে আব্দুস সাত্তার গাজী বলেন, পচা পানির দুর্গন্ধের কারণে আমার স্ত্রী এ কাজ করেছে। কিন্তু এ সময় তিনি বাড়িতে ছিলেন না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version