ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের চালতেতলায় মাদক বিরোধী নৈশ মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে চালতেতলা মিয়া সাহেবের ডাঙ্গি প্রাইমারি স্কুলের পূর্ব পার্শের মাঠে মিয়া সাহেবের ডাঙ্গি যুব কমিটির উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে কিংস অব লায়ন্সকে পরাজিত করে মিয়া সাহেবের ডাঙ্গি যুব কমিটি জয়লাভ করে। এর আগে কিংস অফ লায়ন্স, সুলতান অফ লায়ন্সকে হারিয়ে ফাইনালে ওঠে এবং মিয়া সাহেবের ডাঙ্গি যুব কমিটি, টাইগার একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন অহম্মেদ চিশতি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আব্দুল গফ্ফার, শহিদুল ইসলাম, নজিবুল ইসলাম, আব্দুর রহমান, মাওলানা নুর হোসেন এবং আব্দুল্লাহ।
টুর্নামেন্ট ব্যবস্থাপনায় ছিলেন মিয়া সাহেবের ডাঙ্গি যুব কমিটির সদস্য সবুজ হোসেন, আরিফুল ইসলাম, সাগর হোসেন, ইমন ইসলাম, রিয়াজুল ইসলাম, ছোটন, রাসেল প্রমুখ।
চালতেতলায় মাদক বিরোধী নৈশ মিনি ক্রিকেট টুর্নামেন্ট
https://www.facebook.com/dailysuprovatsatkhira/