চিত্র শিল্পী জলিল সভাপতি, রফিকুল সম্পাদক
‘সৃজনশীল সৃষ্টিই শিল্পীর সংগ্রাম’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা চারুকলা অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের মিনি মার্কেটের আঙিনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চারুশিল্পী এমএ জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়র আবেদুর রহমান, স্বপন কুমার শীল ও রিয়াসাত আলী। সম্মেলনে সর্বসম্মতিক্রমে চিত্র শিল্পী এমএ জলিলকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)