দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আনোয়ার মিলন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারি প্রধান শিক্ষক রুহিনা আকতার, মালতি রানী, সাবিনা পারভীন নাইচ, অরুপ কুমার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত জাতি গড়তে মায়েদের ভূমিকা অনেক। তাই শিক্ষকদের পাশাপাশি মায়েদেরও সচেতনভাবে সুশিক্ষিত জাতি গড়ে তুরতে এগিয়ে আসতে হবে।