Site icon suprovatsatkhira.com

ঘোনায় আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা

আলমগীর কবীর, ঘোনা: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদে আন্তঃসীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই অক্টোবর) বিকাল ৪টায় ঘোনা ইউনিয়ন পরিষদের হলরুমে জাস্টিস অ্যান্ড কেয়ার এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল সদস্য আব্দুল হাই সিদ্দীকী, সাব ইন্সপেক্টর গোলাম কুদ্দুস মিয়া, ঘোনা বিজিবি কমান্ডার, জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি এবিএম মহিদ হোসেন, সিডব্লিউসিএস প্রতিনিধি রুহুল আমিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব নারায়ণচন্দ্র অধিকারী, ঘোনা হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুর রহমান, ইউপি সদস্য আবুল বাসার, সাঈদ মনোয়ার, আব্দুল করিম, স্বপন কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র ঘোষ, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, গণেশ চন্দ্র সরকার, মুত্তাছিম বিল্লাহ, তাসলিমা খাতুন, নাজমিরা খাতুন, রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মানব পাচার বিষয়ে জন-সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটা প্রতিরোধ করা সম্ভব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version