অক্টোবর ১৭, ২০১৮
গ্রামাঞ্চলে সড়কে দুর্ভোগ কমেছে: এমপি রবির প্রচেষ্টায় ১০০টি নতুন রাস্তার কাজ শেষ
![]() আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে মন্টুমিয়ার বাগানবাড়ি হয়ে খানপুর, সরকারি কলেজ থেকে মাছখোলা এবং নারকেলতলা থেকে আখড়াখোলা যাওয়ার ভাঙাচোরা রাস্তায় দুর্ভোগে পড়েননি এমন মানুষ নেই। কিন্তু এই দুর্ভোগের দিন শেষ হতে চলেছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অক্লান্ত প্রচেষ্টায় এসব রাস্তার মধ্যে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে মন্টুমিয়ার বাগানবাড়ি হয়ে খানপুর এবং নারকেলতলা থেকে আখড়াখোলা পর্যন্ত সংস্কারের দরপত্র আহবানের কাজ শেষ হয়েছে। কাজ শুরু হবে যে কোন সময়। এছাড়া সরকারি কলেজ-মাছখোলা রাস্তা সংস্কারে ইতোমধ্যে দরপত্র প্রস্তুত করা হয়েছে। খুব দ্রুতই শুরু হবে এসব রাস্তা সংস্কারের কাজ। 9,096,726 total views, 865 views today |
|
|
|