Site icon suprovatsatkhira.com

গাবুরায় দুর্যোগ পূর্ব প্রস্ততি গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ

এমএম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের গাবুরা ইউনিয়নে পারিবারিক পর্যায়ে দুর্যোগ পূর্ব প্রস্ততি গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুশীলন কর্মকর্তা রিগান বিশ্বাস ও আব্দুর রাজ্জাক এতে প্রশিক্ষণ প্রদান করেন।
সুশীলন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, দুর্যোগ প্রবণ শ্যামনগরের দ্বীপবেষ্টিত এই গাবুরা ইউনিয়ন দুর্যোগের কবলে পড়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তাই গাবুরা ইউনিয়নের প্রায় ১৩শ পরিবারকে পর্যয়ক্রমে এ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version