Site icon suprovatsatkhira.com

খোলপেটুয়া নদীর মোহনায় প্রতিমা বিসর্জনে মিলনমেলা

এম.এম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ: শ্যামনগরে উৎসবমূখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মত এবারো শ্যামনগরের বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর সংযোগ মোহনায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
শুক্রবার (১৯শে অক্টবর) বিকাল ৫টায় দূর্গাবাটী আশ্রয় কেন্দ্রের পাশে সহস্ররাধিক ট্রলার নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ থেকে নিয়ে আসা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর সন্ধ্যায় নৌকা ও ট্রলারে বসে হাজার হাজার দর্শক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। কঠোর নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারায় এখানে আশা ভক্ত ও দর্শনার্থীরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম (লেনিন), শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version