মনজুরল হাসান বাবুল, খেশরা (তালা): তালার বালিয়া বটতলা থেকে খেশরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত বেহাল প্রায় দেড় কিলোমিটার সড়কে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই সড়কে চলাচল করতে গিয়ে বালিয়া-তেঘরিয়াসহ পার্শ্ববর্তী ছয় থেকে সাত গ্রামের মানুষের যেন দুঃখের শেষ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বহু আগে রাস্তায় বসানো ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ধ্বসে গিয়ে রাস্তা সরু হয়ে পড়েছে। খানাখন্দে আটকে পড়া যানবাহন ধাক্কা দিয়ে পার করতে হচ্ছে। যানবাহনসহ সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে মারাত্মক ঝুঁকি নিয়ে।
স্থানীয় মো. শাহিন বলেন, খেশরা ইউনিয়ন পরিষদের কার্যালয় বালিয়া গ্রামে অবস্থিত। আর এই রাস্তাটি ইউনিয়নের প্রধান রাস্তা অথচ স্বাধীনতার ৪৬ বছর পার হলেও এই দেড় কিলোমিটার পাকা হয়নি। ফলে ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষকে পড়তে হচ্ছে বিপাকে।
স্থানীয় আব্দুল জলিল বলেন, শুধুমাত্র পরিষদে যাওয়া-আসা নয়, রাস্তাটি অনেক গ্রামের মানুষের শহরের সাথে যোগাযোগের মূল রাস্তা। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, রাস্তাটি পাকাকরণের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
খেশরায় দেড় কিলোমিটার রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/