ডেস্ক রিপোর্র্ট: সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে পূর্ব শত্রুতার জের ধরে দেবর, ভাসুর ও ভাসুরের ছেলের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ৩ সন্তানের জননী ফাতেমা খাতুন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ফাতেমা খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ঐ গৃহবধূ খানপুর গ্রামের নূর হোসেনের স্ত্রী। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে (দেবর) নূর জামান (৪৫) এর নেতৃত্বে তার সহোদর ভাই (ভাসুর) নূর ইসলাম (৫০) ও নূর ইসলামের ছেলে আছানুর রহমান (২২) তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকে।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই শ্যামা প্রসাদ রায় বলেন, তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।