Site icon suprovatsatkhira.com

খলিষখালীতে ভাইরাস লেগে চিংড়ি চাষে বিপর্যয়

খায়রুল আলম সবুজ, খলিষখালী: পাটকেলঘাটার খলিষখালীতে ভাইরাস লেগে চিংড়ি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে চাষীরা।
খোঁজ নিয়ে জানা যায়, খলিষখালীর মজুমদার আবাদ, দুধলি, চোমরখালীর, দলুয়া, মাদরা, গাছা, কৈখালী বিলে অনাবৃষ্টি ও অস¦াভাবিক তাপ বৃদ্ধির কারণে চিংড়ি ঘেরের মাটি ও পানি গরম হয়ে চিংড়িতে ভাইরাস লেগেছে। চাষীরা বলেছে, শুধু এই বছর না, কয়েক বছর ধরেই বাগদা চিংড়িতে এই সমস্যা হচ্ছে। কোন রাসায়নিক সার ব্যবহার করে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে এর প্রতিকার মিলছে না। ১ জানুয়ারি থেকে খলিষখালীর চাষীরা বাগদার রেণু অবমুক্ত করে। কিন্তু মার্চ ও এপ্রিল মাসেও এখনকার মতো ভাইরাস লেগে মড়ক দেখা দিয়েছিল।
এনায়েতপুরের চিংড়ি চাষী বাবুল গোলদার জানান, আমরা কয়েক বছর ধরে ভাইরাস লাগায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এর সমাধানে কারো সহায়তা পাচ্ছি না।
খলিষখালীর রাঘবকাটী চিংড়ি চাষী মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, গত পাঁচ বছর ধরে বাগদা চিংড়ীর চাষ করে আসছি। অধিকাংশ চিংড়ি চাষী ব্যাংক বা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চাষ করে থাকে। কিন্তু মড়ক লাগায় তারা সেই ঋণ পরিশোধ করবে কি করে এখন সেই চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version