খায়রুল আলম (সবুজ), খলিষখালী: পাটকেলঘাটার খলিষখালীতে নাশকতা মামলায় গোলাম সরোয়ার বাবু (৩৯) নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ অক্টোবর) রাতে খলিষখালী গড়ের ডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম সরোয়ার বাবু থানা এলাকার গড়ের ডাঙ্গা গ্রামের আব্দুর সবুর বিশ্বাসের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, রবিবার রাতে খলিষখালী গড়ের ডাঙ্গা গ্রাম থেকে নাশকতা মামলার আসামি বিএনপি কর্মী গোলাম সরোয়ার বাবুকে খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
9,148,869 total views, 10,342 views today